আমার হৃদয় বৃন্দাবনে সাজের মায়ায় যারে
সাজিয়ে ছিলাম  আপন করে
সে আমার হৃদয় আঙ্গিনায়  আজও বিরাজ করে,
প্রকৃতির মহা রাণী তুমি, আমার মনো রাজ্যের সারলীকা
তোমার একান্ত ভালোবাসা আমার মনে আকাঁ,
পথ হারালে পথের ঠিকানা পাওয়া যায়
কিন্তু আজও তোমায় হারিয়ে আর খুঁজে পেলাম না।
আমার রাণী তুমি, আমার অন্তরের ভালোবাসা
তুমি ছাড়া আমার মনে আর  নেই কোন আশা।
চারিদিকে উড়ছে বৈরী বাতাস
হিজল করচ বনে অথৈই পানির প্লাবন
মেঠা পথে আর নেই কারো আনাগোনা,
কেবল তুমি আর আমি এই পৃথীবীতে আছি।
আমার দুচোখের ভাঁজে ভাঁজে তোমার অমৃত সুধাধারা
মিশে একাকার জীবনের পরতে পরতে
তোমার প্রেমের আনন্দ ভালোবাসা।
কেবল এ আমার কল্পনার অবগাহন
চিরদিনের অজনা প্রেমের আস্ফালন,
জানি হবেনা তোমার আমার  আর কোনদিন দেখা
হবেনা কল্পনায় তোমার ছবি আকা,
তবু যতন করে মনের ভিতরে তোমাকে সাজাই
রংগিন প্রজাপ্রতির মত উড়ছে আমার প্রেমের সানাই।