অধিকার বল অথবা দাবি যেটাই বল না কেন
আমি তোমায় ছেড়ে যাবনা,
পূর্ণিমা রাতের জ্যোৎস্না
সদ্য ফোটা রজনীগন্ধা, গোলাপের সুভাস না নিয়ে আমি যাবনা
আমাকে যদি যেতেই হয় আমি তোমাকে নিয়েই যাব।
আমার হৃদয় মিনারে সাজিয়েছি তোমায় নিয়ে আপন এক পৃথিবী
মনে বেদনা চেপে রেখে একা আমি কষ্ট পেতে চাইনা,
আমার বিরহ সাগরে উঠেছে জলোচ্ছাস
সেই জলোচ্ছাসে আমি পড়ে নিঃশেষ হতে পারবো না,
তোমার ছাড়া আমি আর কিছুই চাই না
তোমায় ছাড়া আমি আর কিছুই বুঝি না
বিরহের আধাঁরে আমি তোমায় ছাড়া চলতে পারিনা।
মনের নিভৃত ভয় আমায় করে ঘ্রাস
চাতক পাখির মত
কেঁদে উঠে হৃদয় মন
ফাল্গুনের পরতে পরতে উঠে ভূকম্পন
তুমি এসো কাছে প্রাণের আকুতি মাঝে
তোমায় ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।