কাকাতুয়ার মত ঠায় দাড়িয়ে আছি অনন্ত কাল ধরে
শুধু তোমারই আশায়,
মেঘ, বৃষ্টি ,ঝড় ,কত শত শিলা বৃষ্টি আমার উপর দিয়ে বয়ে গেল
তবুও তোমার হৃদয়ে আমার ঠাঁই হলো না।
কাকাতুয়ার জীবন সে-ই আবার জীবন
পাথরের মত ঠায় দাড়িয়ে আছি,
আনন্দ ঝর্না ধারা দেখব বলে,
অযাচিত জীবনে নেই কোন বাশঁরি স্বপ্ন
কেবল নিকষকালো অন্ধকারে ছেয়ে আছে
জীবনের প্রতিটি অধ্যায়।
তুমি আসবে বলে আজ কত আয়োজন
আবদ্ধ হৃদয় চায় তোমায় কাছে পেতে
তোমার স্বপ্নে বিভোর হয়ে আমি
কাটাচ্ছি অস্থির জীবন.
আমার হৃদয়ের সুপ্ত পরাশক্তি জেগে উঠে তোমার আশায়
আরাধ্য সব ধাঁধা আর বাধা পেরিয়ে তোমায় জয় করতে চায়।