উদাসী মনের চাওয়ার মাঝে
তুমি বিরহের গুচ্ছ তারা
পূর্নিমা রাতের অপার জ্যোৎস্না
আমার কাছে অপ্রিয়,
ভালবাসার লাল স্বপ্নমালা তোমার তরে
দিলাম উড়িয়ে
হৃদয়ের পরম প্রেম আজ
বেদনার রাশিেত একাকার।
তোমাকে চাওয়ার মাঝে ছিলনা কোনো ছলনা
মনের অভ্যন্তর হতে
তোমাকে চেয়েছিলাম পেতে কাছে,
তুমি জানিনা কোন স্বপ্ন নোনাজলে ভেসে
চলে গেলে কোন সুদূরে?
আমার হৃদয় আজ বেদনার ঘাস
মনের পরতে পরতে মিশে আছে রাতের অন্ধকার।
প্রচন্ড ঝড়ে যেমন সব ভেঙ্গে চূড়ে দেয়
তেমনি আমার মন পবনে
আজ ঘূর্নিঝড়ের আভাস,
ভেঙ্গে ভেঙ্গে একাকার মন পৃথিবী।
তবুও হৃদয় সাগরে ভেসে উঠে তোমার নিরব ছবি।
আশার ভেলায় ভেসে ভেসে আমি চলছি
নিরুদ্দেশ
মন ভাঙ্গা হৃদয়ে যদি উঠে ভালবাসার সবুজ দ্বীপ।