জানি জীবনের স্বপ্নটা হবেনা পূরণ
স্বপ্নের মাঝখানে আছে যে জন
পাহাড় ঘেরা প্রকৃতি যেমন মায়াময়
আমার মনপবন শুধু তোমারই কথা কয়,
যে জীবনে নেই কোন আলো ভাতি নিশানা
সে জীবনের পরিনতি আমার নেই জানা।
প্রান্তরে প্রান্তরে জীবনের জলছবি একে দিলাম
তোমার ঠিকানার খুজেঁ আমি সবই মেনে নিলাম,
চারদিকে শুধু মিথ্যাচারের পদধ্বনি
সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে মানি।
জীবনের চরম সত্যের মুখোমুখী আজ আমি
মিথ্যার বেড়াজালে বন্দী নিজভূমি।
বেতাল বাতাসে চলছে জীবন নিরুদ্দেশ
তবুও তো আছি বেঁচে এই বেশ।