মনের ভিতর এলোমেলো দাগগুলো
মেঘের কনার মত বৃষ্টি হয়ে ভাসে ভাংগা হৃদয়ে
চৈত্র মাসের দগ্ধ রোদে নির্জীব প্রকৃতি
গরম বাতাসে স্নিগ্ধতা গেছে দূরে
কেবল নিথর হয়ে পড়া শান্ত বিকেলে
তোমার মুখোমুখী,
এক পরম ও চরম আনন্দ পাওয়া।
চৈত্র পেরোলেই বৈশাখ আসে
চারিদিকে ধান কাটার ধুম
বিরামহীন ব্যাস্ততা মানুষের,
এমনি দিনে ঝড় বৃষ্টি তুফানে
তোমায় বেশি মনে পড়ে।
সেদিন রাত্রে আবার তোমার মুখোমুখী
প্রচন্ড গরম নির্জন প্রকৃতিতে
হঠাৎ তুমি লুকিয়ে গেলে অন্ধকারে,
আর ফিরে এলে না।
বৈশাখ মাসে আম কুড়ানির দিনে
দুরন্ত কৈশোর দেয় উকিঁ
আমার নিবির পথ চলার মাঝে
তোমার সেই অফুরন্ত ভালবাসা,
আমার মনের মাঝে তোলে তোলপাড়।
এখনও প্রানন্ত উচ্ছাসে
তোমার আশায় জেগে থাকে হৃদয়ের বাতি
তোমার আশায় এখনও মধ্য রাত্রিতে কেপেঁ উঠে
আমার মনপবন,
রাত্রি জাগা হৃদয়ে শুনি আশার বাণী
অন্ধকার ঠেলে হয়তো নতুন সূর্যদেয়ে
তুমি আসবে ফিরে এই সবুজ প্রান্তরে
ভালবাসার স্বপ্ন মশাল নিয়ে।