হঠাৎ করে দেখা- স্বপ্নের মাঝে পাওয়া
নিরবে একা একা তোমায় ভেবে যাওয়া
দক্ষিনা বাতাসে হৃদয় হয় উত্তালা
তোমার জন্য খুলে দিলাম
আমার মনের জানালা।
পাহাড়ী মেয়ে তুমি
চারদিগন্তে তোমার বসবাস
হৃদয়ে গড়েছ তুমি প্রেমের  আবাস
নয়নের মাঝে কেবল তোমারই ছবি
উদ্দেশ্যহীন ঘুরে বেড়াই আমি এক কবি।
পথ হারিয়ে পথ খুঁজে পাই
শুধু পাইনা তোমার দেখা
সেই যে কবে চলে গেলে
ছেড়ে আমায় একা।
তোমার জন্য যপি নিশিদিন
কেঁদে ভাসাই বুক
তবুও তুমিই আমারন অনন্ত এক সুখ।
তোমারই ছবি ভাসে মনে
ভাবি তুমি এখন কোথায়
হৃদয় মাঝে প্রেম ঘুরে বেড়ায়
শুধু তোমারই আশায়।
পাহাড় ঝর্না- নদী অনন্যা
তুমি এক রুপসী
সব আয়োজন তোমারই জন্য
তুমিই আমার উর্বশী।