মনের সব তেষ্টা মিটে
প্রেমের নগরে ফুলের ঘ্রাণে
ক্ষুদিত হৃদয় মাঝে তবু বাজে
নরম বাঁশির সুর।
অজানা উদ্যানে ফুটেছে নানা রং এর ফুল
মন মাঝ হলো ব্যকুল।
কোথায় গেলে পাব তোমায়
হে মম মন
প্রতিক্ষনে জ্বলে পুড়ে মরে
হলো অন্তর দহন,
কেবল বিলাসি আমি
ফেরি করি ভালোবাসার সওদা
শুধু তোমাকেই মনে হলেই
বাড়ে মোর মুগ্ধতা।