আমি এখন ঠিকানা বিহীন
ব্যার্থ মন অস্তিত্ব হীন
কাব্য সুধামালায় খুজিঁ তোমায়
তুমি জুড়ে আছ প্রাণের মায়ায়।
বর্ষার অভিরাম বৃষ্টিতে জড়ে প্রেমের বারতা
তুমি ছাড়া আমার মাঝে কেবল শূন্যতা,
শ্রাবণ আকাশে উকিঁ দেয় হলদিয়া পাখি
তোমার আমার প্রেম যেন মাখামাখি।
একান্ত কাছের প্রিয় সব মানুষেরা দূরে চলে যায়
একা করে আমায়
আমি শুধু পড়ে রইলাম নিশ্চুপ নিরালায়,
বাদল দিনে তবু আখিঁ জলে ভাসি
ও প্রিয়া জেনে রেখো আমি তোমাকেই ভালবাসি।
সত্য জীবনের তুমি অবিরল জলধারা
কেমনে ভাল থাকি বল তোমায় ছাড়া,
তুমি শুভ্র সকালের শিশির হয়ে জমে আছ মানসপটে
দাড়িয়ে আছি আমি শস্য শ্যামলা এই অনিন্দ্য সুন্দর মাঠে,
দিগন্ত বিস্তৃত হাওয়ায় ভরে যায় বুক
তুমি যদি সত্যিই আমার হও
আমি পাবো স্বর্গীয়সুখ।