তোমাকে পাওয়ার জন্য শুধু তোমাকে পাওয়ার জন্য
কত জীবন ধরে আমি চলছি তোমার পানে
এত সুতীব্র নেশা ধরেছে মনে।
তোমাকে পাওয়ার জন্য পূর্ণিমা চাদেঁর সাথে দিয়েছি আড়ি
কত দিন কত রাত ঘূরছি পথ পানে ছেড়ে ঘরবাড়ি,
কত রাজ্যে থেকে রাজ্যে, সাগর নদী, পাহাড় পর্বতের ঘুরে ঘুরে আমি সাড়া
হিসাব নিকাশের মায়াজালে আমি খেলাম ধরা।
তোমাকে পাওয়ার জন্য শুধু তোমাকে পাওয়ার জন্য
তীব্র গরমে দিগন্ত থেকে দিগন্তে ছুটছি হয়ে বেহুঁশ
কতদিন কত রাত তোমার নামে করেছি উপোস
একটি ফুলের জন্য এত ব্যকুলতা,এত আকর্ষন
আমারই এ জীবন তোমার তরে দিলাম বিকর্ষন
তোমারি জন্য মহাকালের এ ছোট্ট বাতিঘরে
প্রাণের ভালবাসা রেখে দিলাম যতন করে।
আমার প্রেয়সী তুমি, তোমার গোলাপী মুখখানা ভাসে মনের জানালায়
প্রাীতি হয়ে এসো আমার হৃদয়ের আংগিনায়,
তোমাকে পাওয়ার জন্য, শুধু তোমাকে পাওয়ার জন্য চলছি অন্তত পানে
শুধু তোমরাি ভালবাসা চাই প্রকাশ্যে কিংবা গোপনে।
শীতের শেষে বসন্ত এসে ফুলেরা,পাখিরা করে মাখামাখি
আমারি প্রিয়ার নামে ভালবাসার স্বর্গ ছবি আঁকি