যতন করে বাসরী তোমায় সাজিয়ে আপন ভেলায়
আমি কাঁদি নিরবে দুঃখে দুঃখে তোমারই আশায়,
এই জীবনে তোমায় আমি পাবনা জানি
পরজনমে দেখা দিওগো সজনি।
আঠার মত লেগেছিলাম তোমাকে পাব বলে
সেই তুমিই আমার জীবন নিরাশ করে দিলে,
পথ হারিয়ে অন্য পথে আমার ঠিকানা গড়েছি
ভালবাসার একি খেলায় আমার জীবন হারিয়েছি।
তোমার আশায় জীবন নদীতে দিয়েছিলাম ঝাপ
অনেক করে ভেবে দেখেছি এটাছিল বড় পাপ,
কি কারণন তুমি প্রিয়া বুঝনা আমায়
আমার হৃদয় মন আজ নিরুপায়।
তোমার জন্য গড়ে ছিলাম যে জীবন সারথী
আজ সেখানে শুধু নিরাশার বাতি,
জানি পাথরে কোন দিন ফুল ফুটবেনা
তুমিও আমার কোন দিন হবেনা
চাই তবু তুমি থাক অনন্ত সুখে
আমি শুধু কেদে মরি দুঃখে দুঃখে।