রংধনুর রং মেখে রং এর দুনিয়ায় মাতামাতি
একটু চুন থেকে পান খসলে হয়ে যায় হাতাহাতি
রং এর দুনিয়ায় নানা রং এর মানুষ
স্বার্থের কারনে সবাই বেহুঁশ
যে ছিলো আমার হৃদয়ের ভাতি
আজ তার আলোয় অন্যজন আলোকিত
আমার জীবন অন্ধকারে ঠেলে দিয়ে
সে পেল সুখ্যাতি।
এমনি করে স্বেপ্নর ভেলায় ভেসে ভেসে
তুমি চলে গেছ তোমায় আপন আলয়
আমি কেবল তোমার একটু স্মৃতি নিয়ে
গড়েছি বেদনার হিমালয়।
চারিদিকে ফাঁকা আলোয় সৃষ্টি মলিনতা
আমার জীবনের সঙ্গী কেবলই নিরবতা।
আসবেনা জানি ফিরে এই বেদনার পাড়ে
তুমি তো পরে আছ সুখের সাগরে
জানি মেঘের আড়ালে সূর্য ঢাকা থাকেনা বেশিক্ষন
তখনি তোমার হবে অর্ন্তদহন
ভালবাসার নীলাকাশে তোমার ঘুড়ি উড়িলনা
আমার জীবনে আর ভোরের ফুল ফুটিলনা।
যেমনি আছি আমি থাকিতে চাই চিরদিন
তবু তোমারই অপেক্ষায় থাকি নিত্যদিন।