যেছিল হৃদয়ের মোহনায় হয়ে পূজারী প্রেমের
যেছিল অনন্ত জীবনের সুখের আধার
সে আজ আমায় ছেড়ে চলে গেল
মনে কি যেন স্বপ্ন অপার।
মুছে দিয়ে সব প্রেম করেছ আমায় অসহায়
সব প্রেম ভুলে গিয়ে গড়েছে শান্তির আলয়
আজ মনেতে উকি দায় তোমার সাজানো ছলনা
তবুও গড়েছি আজ মিথ্যে আলপনা ।
ফুলেরমালা করে জয়গান তোমার,
তুমি তো নিলীমা সবার।
অজান্তে যাবে যদি ভুলে আমায়
কেন বেঁধেছিলে আশা ভালবাসায়,
পূর্নিমার আলো আর  আলো ছড়ায় না
আমার ব্যর্থ মন তোমায় চায় না;
আজ ভালবাসা দিবসে করিলাম প্রেমের অবসান
তুমি গড়েছ তোমার সুখের আবাসন।