যদি ভেসে যাই দূরে বহু দূরে নক্ষত্রের আড়ালে
যদি ধ্বংস স্তুপের মাঝে পড়ে হয়ে যাই কালো ছাই
তবুও আমার হৃদয় মন তরী বলবে তোমায়
ভালবাসি ভালবাসি।


যদি ছিন্ন বিচ্ছিন্ন হয় জীবন স্বপ্ন,বালুর মত হয় ঝুরঝুরে
তবুও এ সব বালুচর একত্রিত করে গাইবে তোমারই গান;
যদি প্রানান্ত মনে মায়াবী পুরিতে নিজেকে হারাই
তবুও জানি  তোমার একান্ত ভালবাসা আমাকে পথ দেখাবে,
ক্লান্ত মনে গভীর  ঘুমে তবুও বলব তোমায় ভালবাসি।


ঝড় -বৃষ্টি -মেঘ,সাইক্লোন,ঘূর্নিঝড়, আর ভূমিকম্প যদি
সব করে দেয় শেষ;
তবুও স্পষ্ট স্বরে বলব তোমায়  অপেক্ষায় আছি তোমার।
যেদিন অন্ধকারে ডুবে যাবে আলো চিরতরে
যেদিন চারিদিকে থাকবে শুধু  শুভ্র-সফেদ বরফ আর বরফ
তবুও সেদিন ক্লান্ত মনে ইশারায় ডাকব তোমায়
আর মনের সবটুকু আবেগ দিয়ে বলব তোমায়
ভালবাসি,ভালবাসি তোমায়।