মনের ভালবাসা গুলো রেখেছি সজতনে
যেদিন হবো মুখোমুখি সেদিন বলব তোমায় সংগোপনে।
থাকনা জমে হৃদয়ের তরে
যাহা গড়েছি আমি মনের মতন করে
ফুলের পাঁপড়ি গুলি উড়ছে বতাসে
দূর দিগন্তে কে যেন মিষ্টি হাসে।
নদীর তীরে ফুটেছে কাঁশ ফুল
হৃদয় তবু যেন কি মায়ায় ব্যাকুল
চার চারটি বছর পরে
একা রয়েছি আমি তোমার মায়ার তরে;
গড়েছি নিজভূমে প্রেমের আলয়
চিরচেনা ভালবাসা আজ কথা কয়।
থাকনা জমে মনের ভিতরে সুপ্ত ভালবাসা
একান্ত চাওয়া পাওয়া স্বপ্ন আশা
যেদিন হবো মুখোমুখী তোমার
সেদিন সাজাব নতুন করে সোনার সংসার।
আশায় আশায় তবু ফুরায়না বেলা
আর কত কাল রবো আমি একলা
স্বপ্নদিনের কথা বলা হলোনা তোমায়
সবই কি মিশে যাবে অজানা মরিচীকায়?
কল্পনায় রবে তুমি জীবন ধরে
চলে যেওনা তুমি আমায় একলা করে।