বিকেলে একাকী আনমনে ভাবি নীল আসমান  আর কতদূর
পিছু ছাড়েনা পিছুটান জীবন কেবলই বেদনাবিধুর।
ভাবি জীবনে সামনের দিনগুলি হবে আরও সুন্দর
শুধু বারে বারে আশাহত হয় এই মন অন্তর।
জীবন চলছে জীবনের মত আগে পিছে ভাবিনা কিছু
মাঝে মাঝে মনে হয় এ জীবনের পুরোটাই বুঝি মিছু।
তবুও দিন যায় মনের পাখি উড়ে আকাশে
রঙ্গীন স্বপ্নেরা বাসা বাঁধে এই পৌষ মাসে
কুয়াশার  চাদরে ঢাকা এই সবুজ জীবন
ফিরে পেতে চায় অতীত এই মন।