তোমার শেষ বিদায় বেলা মোর আখিঁ জলে ভাসে
নিয়তির বালুচরে ব্যথা ঝড়া ফুলেরা হাসে,
অতৃপ্ত মনের তীব্র বাসনা ফিরে ফিরে আসে
স্নিগ্ধ শান্ত বিকেলে সুভাস ছড়ায় নরম ঘাসে।
এককী এ জীবনে শুধু বয়ে যায় বাদলা দিনের ঝড়
জীবনে আশার প্রদীপেেরা আজ নড়বড়।
তবু ফিরে চাই ফিরে চাই আশার ভেলা
শান্ত বিকেলে মোর ললাটে একি আজব খেলা।
তোমর স্পর্শে উঠেছিল মায়াময় সবুজ দ্বীপ
আজ সেথানে জ্বল জ্বল করে জ্বলছে প্রেমের প্রদীপ।
পাখি ডাকা ভোরে কিংবা গোধূলী সন্ধ্যায়
তোমাকেই শুধু মোর মনে পড়ে যায়।
শেষ বিকেলে শান্ত নদীতে কত লোকের আনাগোনা
পালতোলা নৌকা নেই ইন্জিনের শব্দের আলপনা
স্রোতেরা বয়ে যায় অনাদিকালের আনন্দ পথে
হয়তো ফিরবে না কোনকালে তারা একসাথে
স্মৃতি রেখে বয়ে যায় মায়ার এই ধরায়
তবুও বারবার ফিরে আস তুমি তোমাকেই মনে পড়ে যায়।
শরৎ হেমন্ত কিংবা শীতের সকালে
তোমার আমার হবে দেখা অাবার কোন কালে।