জানিনা কোথায় তুমি হেমন্তের কিশোরী
পৌষে বলেছিলে আসবে ফিরে;
ঘুটঘুটে অন্ধকার আর হীম হয়ে যাওয়া মন
খুঁজে ফিরে তোমায় সারাক্ষন।
নদীর তীরে তীব্র বাতাসে জলযান যেমন স্থবির
তোমার আশার অধীর অপেক্ষায়
কাকতাড়োয়া জেগে আছে এখনও;
রাত্রির নিস্তব্ধতা যতই বাড়ে
তোমারেই বেশি মনে পড়ে।
আজ যে শ্রাবণের আকাশে তোমার নিলীমায়
পথ হারিয়ে আমি দিকভ্রান্ত;
রাতের গভীরে ডেকে উঠে খেকশিয়াল
পর্দার আড়ালে লুকিয়ে থাকা ইদুর
উকিঁ দিয়ে খুঁজে কিছু- সাহসের বীরত্ব দেখায়;
তবুও হীম বাষ্পে কুয়াশার চাদরের
ভেতর থেকে কোন মায়াবিনী তুমি
আলেয়ার আলোর মত বিচ্ছুরিত হও
আবার মিলিয়ে যাও নিলীমায়;
শতাব্দীর বুকে এক গুচ্ছ লাল গোলাপ তুমি আমার
আজন্ম এই গন্ধে মাতাল হয়ে বিভোর ঘোরে
ভাবব তোমায় নিয়ে শুধু।