এ বেলা আজ বিরহে কাটে সোনালী আলোয় ভাটা
হৃদয়টা ক্ষত-বিক্ষত গোলাপে কাঁটা
পূর্ণিমা রাত্রিতে আালোর ছটা প্রভাতে মেঘ বৃষ্টির ফোঁটা
হৃদয়টা তাই ঘোমটা।
কে তুমি মায়াবিনী সাজে কেড়েছ আমার মনটা।
গোধূলীর আলোয় এ পৃথিবীর রুপে মুগ্ধ ধন্য এই মন
শান্ত বিকেল নিরব ছায়ায় খুঁজে ফিরে প্রিয়জন।
কবেকার তুমি- কবে হয়েছিল তোমার সাথে প্রথম দেখা
এ রহস্যের জালে জীবনের অর্ধেক চলে গেল
জানা হলোনা আসল কারনটা।
চুপ হয়ে যাওয়া মনে তবুও চুপিসারে কে তুমি চুপিচুপি এলে
মনের আঙ্গিনার দুয়ার খোলে বসে আছি আখিঁজলে।