দিনগুলি আজ এলোমেলো হৃদয়ে ভাঙ্গা প্রাচীর
কাহার অপেক্ষায় চেতনা মোর অধীর
জানিনা কিভাবে হলো এই মন এত নিরব নিবীর
ভেবেভেবে পাইনা খুঁজে কোন শান্ত সুনিবীর নীড়
তোমারই তরে এ জীভনের চাবিকাঠি দিলাম বিছিয়ে আচঁল ছায়ায়
কি মধুর মায়ায় জড়িয়ে আমায় বেধেঁছ এই ধরায়।
ভাবনার জগতে  তুমি এক অনন্যা নারী আমার
প্রেমের পিপাসায় জাগ্রত সারাক্ষন এই মনের আঙ্গিনায়
ফুটেছে বাসন্তীরাতে ফুটেছে ফুল প্রেম নিলীমায়
আজ দেখ কি অনিন্দ্র পূর্ণিমায় আলো আলোকিত হয়েছে এই ধারায়।
তোমারই অপেক্ষায় সাত জনম ধরে রয়েছি কোন আশায়
মাতাল করা মাতাল জীবনে বেচেঁ আছি তোমার নেশায়;
যদি আস ফিরে এই নিরালা নীড়ে হেঁটে মেঠো পথ ধরি
বনের পাখিরা মনের সুখে গাহিবে গান তোমার লাগি
শুধু এ জনমে নয় পর জনমে তুমি আমার অনন্ত এক সুখ
শত সহস্র রজনী তোমায় ভেবেভেবে আমি জাগি।
ভালবাসা চাই ভাল ভাবে বেচেঁ থাকার অধিকার চাই
সুথে দুঃখে এক সাথে মোরা আপনভাবে বাচিঁতে চাই।
তুমি মোর বাহুডোরে ধর শক্ত করি
জীবন ভর থাকিব মোরা এভাবে আনন্দ ভরি।