কাননে ফুটে ফুল বিরহে ঝড়ে যায়
ফুল শুকিয়ে গেলেও সুভাস ছড়ায়।
ভালবাসার পুষ্প দিয়ে সাজিয়েছিলাম যে বাসর
আজ ষোলটি বছর শেষে সবই জানিলাম পর।


যে ছিল মনের একান্তে  কোনে
যে ছিল হৃদয়ের ভাতি ঘরে
ঘর বাঁধা হলোনা তাহার সনে
তবুও ভালবেসে যাব তারে হৃদয় ভরে।


আকাশে মেঘ জমে বৃষ্টি হয়ে ঝড়ে
তোমার আমার হবে বিজয় মরনের পরে;
সাচ্ছা প্রেমিকের কপালে জোটে বিরহের জ্বালা
ধোকাবাজেরা পরে বারবার প্রেমের মালা।
ভালবেসে যাব তোমায় চিরদিনই এই আমি
সুখের দরিয়ায় সুখে থাক এই তুমি।