এখনও অনেক রাতের প্রহর কেটে যায়
তবুও রাত শেষ হয়না;
বেলা শেষে অব্যক্ত কষ্ট গুলো
ফিরে আসে বারবার,
যন্ত্রনার অতল গহবরে টেনে নিয়ে যায় আবার।
রাতের নিস্তব্ধতায় শব্ধহীন কান্না ফিরে আসে,
দুঃখগুলো জমে থাকে অতল মোহনায়।
জরিনা –সরিনাদের দুঃস্বপ্নের দিন কাটবেনা কোনদিন
কখনও অধিক পরিশ্রমে জমকালো ফ্যাক্টরীতে কাটে তাদের রাতের প্রহর;
রংগিন আলায় বন্ধী হয়ে থাকে আগামী দিনের ভালবাসর স্বপ্নগুলো,
পেটের ক্ষিধের জালা মেটাতে চলে যায় অষ্ট প্রহর।
সাদা মেঘের ভেলায় ভাসতে থাকে আগামী ও বর্তমান আশা গুলো
তবুও ধরা দেয়না কোন বাস্তব স্বপ্ন;
জরিনারা- সরিনা আজো আছে, থাকবে অনাদিকাল
এদের কেউ নেই দেখার,
কথনও তারা বেশ্যা পাড়ায় অন্যের আনন্দ জোগায়
কখনও চিপা গলিতে  পাষন্ড দানবের মুখোমুখী হয়;
এভাবে জরিনারা -সরিনারা আছে বেঁচে
তাদের চাওয়া নেই, পাওয়া নেই, স্বপ্ন নেই
শুধু বেঁচে থাকার সামান্যে উপায় নিয়ে চলে অনন্তপানে।
এ রাত শেষ হবেনা কোনদিন,
কোন দিন অমাবস্যার অন্ধকার মুছে
পূর্ণিমার আলো জ্বলবেনা তাদের জীবনে,
জরিনা -সরিনাদের দুঃখ কেউ বুঝবেনা কোনদিন।