কি অনন্য রুপে সাজে এ শান্ত বিকেল
শিশির ঝড়া এ রক্ত গোলাপের সৌরভে
মিশে আছে প্রাণের প্রতিটি স্পন্দনে;
এখানে রাতের পোকার আনন্দ গান
এখানে রৌদ্রদ্বীপ্ত দুপুরের অগ্নি তুফান
এখানে জৈষ্ঠোর খরতাপে উত্তপ্ত বিকেল
ঝড়ে পড়ে সব নিরালা নীড়ে,পাখিদের ভীরে
ভোরের ভৈবব।
সন্ধ্যা হলে পাটের আঁধারে ডুব দেয় মায়াবী সূর্য্য
রাতের নিরবতাকে ডেকে আনে দূরের পানশি নদী
ঝুম বৃষ্টিতে একাকার প্রকৃতি।
হীম বাতাসে দোল খায় মন
সুদূরের প্রান্তরে ভেসে আসে অজানা সূর
মেঘাচ্ছন্ন আকাশে তবু রাতের তারা ঝলমল করে
পূর্ণিমার চাঁদ উকিঁ দেয় আবার নিভে যায়;
এ যেন স্নিগ্ধ লাবন্যতায় ঘেরা নিবীর প্রকৃতির খেলা
ঘরের স্তুপে জমে থাকা বৃষ্টির পানিতে
যেন মনে হয় এক আচ্ছন্ন জীবন বহমান।