মিনতি করে তোমায় বলেছিলাম অতি ছোট কথা
পরানের গভীরে দিনেদিনে বাড়িছে ব্যথা।
চঞ্চলা মন উদাসী এখন বিরহে কাটে বেলা
নয়নের গভীরে লেগেছে কালিমা জানিনা কিসের জ্বালা।
দিনে দিনে বাড়িছে কষ্ট বাড়িছে হৃদয়ের লেনদেন
বাড়িছে মনের দুঃখ যাতনা হৃদয় ভাঙ্গা লেন।
তুমি নেই তাই বিশাল ভুবনে একলা এই আমি
জেগেছে হৃদয়ে নতুন চারণ ভূমি।
যেখানে ছিল একান্ত সবুজ নীল পাহাড়ঘেরা ঝর্নাধারা
সেখানে আজ জেগেছে মরুভূমি তুমি ছাড়া।
অষ্ট প্রহরে এখনও আমি স্মরে যাই তোমার নাম
তবুও নেই তোমার কাছে আমার কোন দাম।
যে জীবনে আছে দুঃখ যাতনা সে জীবনে তুমি নেই
প্রতিক্ষায় আছি কোন একদিন সুদিন আসবেই।
মরুভূমিতে গজাবে প্রাণ হৃদয়ে উঠবে তুফান
রাতের প্রহর কেটে আসবে ভোরের সূর্য্য সোপান।