বিষন্নতার নিকৃষ্ট আগুনে পুড়ে শক্ত শিলা
রূপকের লোনা স্বপ্নে
ইঁদুরেরা বেড়ালেরা দাঁপিয়ে ছুটছে
জ্বলছে চোখ।
শরীরের মধ্য হতে ছিড়েফুড়ে বের
হয় আরেক শরীর, অগণিত শরীর
কবুতরের পালক, ক্রীতদাস, আজানুলম্বিত ধর্ম, স্বেদ গন্ধ,
হরিণের মাংস; তেতো বিস্বাদে বদলেয়ার।


মেঘের শূন্যতার অঙ্গীকার
ইঁদুর আর বিড়াল গুলো ছুটছে, থামছে, ছুটছে
ক্রমশ শরীর চিঁড়ে বেরিয়ে আসছে অজস্র শরীর।


মিথ্যা আবদ্ধ জ্ঞান- বন্ধ জানালা
সবাই ঢুকতে চায়, অলীক হতে
যেন ডাকছে পিকাসো র ছবির মতো নারীরা
বেড়ালের চোখ ধাঁধিয়ে দেয় বাস্তবতা
অতৃপ্ত ক্ষুধা- আরো শরীর চাই।


ভীত। সন্ত্রস্ত।