গণ সংগীত মঞ্চের দিকে ধীরে ধীরে
ধাবিত হলেন শক্তি মান ঈশ্বর। তিনি
উচ্চারণ করলেন নিচু মানব জাতির
ভাষা। সবাই উৎসাহ উদ্বিপনায়
মাতাল হলো; কিন্তু কেউ বুঝল না
ঈশ্বরের মুখ নিঃসৃত একটি শব্দও
কিংবা তারা অনুভব করতে চাইল
না কতটা নিঃসঙ্গ বোধ করছেন
ঈশ্বর। পশু গুলোর মাদকতা চূড়ান্ত
সীমায় উপনীত হলো। তখনও
ঈশ্বর বলে চলেছেন "তোমাদের
ঈশ্বর হতে হবে। তোমাদেরকে আমার
গুনে গুণান্বিত হতে হবে।"


পিতৃহত্যার পাপের আদিম আবেগ
পেয়ে বসল পশু গুলোর। তারা
হত্যা করল তাদের পিতাদের। তারা
এতেও ক্ষান্ত হলো না। তখনো
গণ সংগীত মঞ্চে ঈশ্বর বলে চলেছেন
তিনি তাদের সাথে কতটা মিলিত
হতে চান; কতটা প্রেম কামের চুম্বক
তিনি অনুভব করেন তার সৃষ্টি সাথে।


অথর্ব কটুল পুরোহিতগুলো ক্রুর হাসি
হাসলো। তারা এই বিপদগ্রস্থ মাতাল
জাতিকে আদেশ দিল-
"উৎসর্গ কর একে!" অবনত
মাদকতায় অতঃপর
চেতনাশূন্য জাতিটি হত্যা করল
তাদের ঈশ্বরকে। ছিঁড়ে টুকরো
টুকরো করে খেতে লাগলো
মহাশক্তিধরকে। তখনো যে
রক্তগুলো মাটিতে লেগেছিল, উচ্চারণ
করে যাচ্ছিল "আমাদের এক হতে হবে।"