হে সৃষ্টিকর্তা, ছিলাম কি আমি এই প্রান্তরে?
মৃত্তিকায় আমার পদচিহ্ন মিলিয়ে যায় ক্ষণিকেই।
গ্রীষ্মে আমার ঘাম শুষে নেয় অচেনা পথ
আষাঢ়ে বৃষ্টিতে নশ্বর দেহে শুদ্ধতার স্নানোত্সব
শরতের শুভ্র সাদা মেঘে কাশবনের লুকোচুরি
পথ হারায় আমি শিউলি ফুলতলার জাফরানি রঙে,
পাকা সোনা ধানে কৃষাণ কৃষাণীর হাসিতে
আমি বিলায় শিশির বিন্দুর সবুজ ঘাসে
মায়াকাড়া রোদে ক্ষণিকেই উবি আমি মেঘকণায়।
অমানিশার ঘন কুয়াশা ভেদি অনায়াসে
ফেলে আসি অবয়ব আমার কুয়াশার গ্রাসে।
কোকিলের ডাকে হৃদয়ে প্রেমের সঞ্চারণ
প্রেমিকের নয়নে হারায় আমি দিবা-নিশি।
ক্ষণিক আনন্দ শেষে একাকী জীবন মোহনায়
গ্রহ নক্ষত্রপূঞ্জিতে মিলোয় আবেশ আমার ।
বাতাসের আবর্তে, কবিতার পংক্তিময় ছন্দতে
কালের প্রতিধ্বনি, ছিলাম কি আমি এই প্রান্তরে?