কত কথা ভাসিয়া যায়
সন্তপর্ণে এ ভেলায় ও ভেলায়
জীবন বুঝি এখানে বেদনার
রঙ ছড়ায়, বড়ই অসহায় সময়।


খালি হাতে মোনাজাতে হে ‘খোদা’
নতজানু আসনে, করজোড়ে মিনতি
আমার যা কিছু ছিল না
তুমিই দিয়েছ পূর্ণ করি।
তোমার দাবার বোর্ডে আজ
মনের রাজাকে বধিবারে চলছে
ঘোড়ার আড়াই চালের হিসাব।


আমি এমন কি আর অপার
পারি কি তোমার সামনে দাঁড়াতে?
অন্তরে যা আমি, সেটাই তো তুমি
মানুষের মাঝে বসি তুমি দেখছো
কত রঙের খেলা, সৃষ্টিলে তুমি
আর উৎসবে মাতি আমি।


আমি তো আমি নই
তোমাতেও আমি হয়তো
আমার দাবার ছকেও তুমি
তোমার দাবার ছকেও তুমি।
তুমিই ‘এক’ অবিনশ্বর
আমিই এক নশ্বর দেহে
খুজেঁ ফিরি দিগ্বিদিক,
খুঁজিলে নিজ ঘরে
‘খোদা’ রয় মন আসনে।।