সব কটা জানালা খুলে রেখে
বীর শহীদদের আহবান করি
নেতিয়ে পরা প্রবহমান রক্তের ধমনীতে
কাপুরুষের উত্থানের শীৎকারে প্রকম্পিত ধরণী ।


এ প্রবহমান রক্ত কোনো বীর মুক্তিযোদ্ধার নয়
এ প্রবহমান রক্ত কোনো বীরঙ্গানার নয়
এ প্রবহমান রক্ত কোনো শহীদের নয়
এ প্রবহমান রক্ত বিশুদ্ধ ধারাবাহিকতার নয়।


কাপুরুষের রক্তের তেজ সরীসৃপের
শীতল রক্তের বহতায় হিংস্রেতার উল্লাস
ঘুপটি মেরে বসে থাকে ছোবলের অপেক্ষায়।
আমি আমার কাপুরুষতার কথা বলছি
আমি আমার মাতৃভূমির কলংকের কথা বলছি
আমি এক অমানবিক হৃদয়ের কথা বলছি
অর্থের প্যাচেঁ কিনতে চেয়েছিল মানবতা
এক ভালবাসার ফেরিওয়ালার কথা বলছি
অর্থের কুটিলতায় ভালবাসা বন্দী করেছিল
আমি এক মানিবিক ফেরিওয়ালার কথা বলছি
যার একটা হৃদয়ে মাটির মমতার আবেশ ছিল।


আমি সেই নারীটির কথা বলছি
বিশ্ব যখন নিজেকে করেছিল ঘরবন্দী
করোনারয় থাবায় মানবতা যখন অস্পৃশ্য
নারীর স্কুটিতে অক্সিজেন পরিভ্রমন করছিল
মহামারীকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শনে, মানবতার
নিশ্বাসে পরিশুদ্ধ অক্সিজেনের মাস্ক দিচ্ছিল।


আমি আবার সেই মেয়েটির কথা বলছি
ওড়নায ঝুলে থাকা সিলিং ফ্যানের নিথর দেহটি
আজ লাজহীন আব্রুতায়, কামোনার দেহ নয়
নিথর দেহটা চলে যাবে কাপুরুষের
অর্থহীন ভালবাসার কামনার জাদুঘরে
যেখানে শায়িত আছে অতৃপ্ত ভালবাসার প্রেমিকগণ।
ক্যালেন্ডারের পাতায় অর্থের ফাদেঁ আমন্ত্রন পাবে
আরেকজন, আরেকটি নষ্ট প্রেমের দিন ক্ষন তারিখে।


২৭\০৪\২০২১


পটভূমি: স্যালুট লীজা হোসেন কে যিনি তার স্কুটি করে করোনা রোগীর অক্সিজেন সরবরাহ করে সংসার চালান।-সূত্র প্রথমা আলো অনলাইন। আবার আর এক নারী অর্থের ফাদেঁ নিজেকে করে ত্যাগ।