অংশুমান তুমি উদার হবে কবে ?
এক জনমের সাধ কি আরেক জনমে মিটে
আমার যখন জল তেষ্টা পায়
শুকিয়ে দাও নদী তুমি বালু কণায়
প্রেম আখ্যানে  আমি যাকে করি কামনা
তুমি বলো পাবে তারে আরেক নিরালায়।


অংশুমান তুমি উদার হবে কবে ?
আমার মন যখন জ্যোৎস্না বিলাসিতা কাঁদে
অমাবস্যার মেঘে ঢেকে রাখো চাঁদকে।
একমুঠো অন্নেও যখন মনিবের লাথি জোটে
বলো, আর একটু কষ্ট করে জীবনটা কাটিয়ে দে
ফসল ফলিয়ে যখন মোদের আনন্দ জোটে
ঋণের বোঝাতে সোনালী ধান কালোট লাগে।


অংশুমান তুমি উদার হবে কবে ?  
ময়লার ভাগাড়ে ফেলে রাখ একদিনের কন্যা শিশুরে
মৃত্যুই যদি দিলে  তারে, ফোটালে কেন এ ফুল?
বংশ রক্ষায় যার এত অবদান তাকেই বধ ক্ষণে ক্ষণে
মা' ই যদি  মাতৃভূমি তবে জমিন কেন ফেটে চৌচির?
লু হাওয়ায় বাড়িয়ে দাও জলহীন তেষ্টার বুক
তামাটে হৃদয়ে বারবার কষ্টের প্রখরে, তোমার বুঝি সুখ?
অংশুমান তুমি উদার হও এখনই
অঝোর বৃষ্টি ধারায় ভাসিয়ে দাও মোর দুখ ।