দিগন্ত-জোড়া বিল, আকাশ নীল
রাজহাঁসের কোলাহল-
ছোট্ট শিশু, ছোট্ট পায়ের কদমে-
তাড়া করে চলে হাঁসের দলকে,
অযথাচিত বুটের আওয়াজ
পাক হানাদারের উদ্ধত বেয়োনেট
আঘাত হানতে চায় তীব্র গতিতে
ষ্টপ ষ্টপ...........
শিশুটি'র চোখে প্রথম ভয়ের ছাপ।


ডাঙ্গুলী খেলায় মত্ত কিশোরদল,
যুদ্ধ যুদ্ধ খেলায় রিহার্সেল সর্বক্ষণ,
কৈশোরে উন্মত্ত কিশোরেরা,নির্ভীক
রক্তে জাগে প্রতিশোধের স্পৃহা
অকস্মাৎ মিলিটারি জীপ,রাজাকার
খেলা ফেলে দেয় দৌড় দিগ্বিদিক।
পিছিয়ে পড়ে কেউ কেউ, হোঁচট খায়
পাক হানাদারের উদ্ধত বেয়োনেট
আঘাত হানতে চায় তীব্র গতিতে
ষ্টপ ষ্টপ...........
কিশোররা চোখে স্বাধীনতার স্বপ্ন দেখে।


কুতকুত খেলায় মত্ত যুবতীদল
এ ঘর থেকে ও ঘরে যাওয়া
শেষে ঘরে মিলিটারির দল,
খেলা ভাঙ্গে, চুপসে যায় দেহ মন।
হানাদারের আঙ্গুল খেলে গোছা চুলে
মানে না সিঁদুর কিংবা ঘোমটায় মুখ।
আহত শরীর তৃষ্ণায় ছটফট, মিনতি চোখে,
পাক হানাদারের উদ্ধত বেয়োনেট
আঘাত হানতে চায় তীব্র গতিতে
ষ্টপ ষ্টপ...........
যুবতী পায়ে আলতায় রাঙানোর স্বাধীনতা খোজেঁ।


অমাবশ্যায় এমব্যুশে ক্র্যাক প্লাটুন দল
জীবন হাতে নিয়ে বুনেছে স্বাধীনতার স্বপ্নবীজ,
ক্রমশ ঘিরে ফেলে ঢাকার চারপাশ,
অপারেশনে গুড়াতে হবে মিলিটারি ডেরা
উড়িয়ে দিতে হবে কতক ব্রীজ আর কালভার্ট।
বুক কাঁপানো ভয়ংকর নীরবতা চারদিক,
নিঃশ্বাসের শব্দে নিস্তব্ধতা ভাঙে
অকস্মাৎ গুলির আওয়াজ, বিদীর্ণ রাত।
আলোর ঝলসানিতে আকাশে তারার মেলা
অকস্মাৎ বুটের তলায় আহত মুক্তি সেনা,
পাক  হানাদারের উদ্ধত বেয়োনেট
আঘাত হানতে চায় তীব্র গতিতে
ষ্টপ ষ্টপ ষ্টপ...........
উড়ন্ত বুলেট ঝাঁঝরে দেয় পাকীর শরীর-
নিজের উদ্ধত বেয়োনেটে হানাদার চৌচির।
শ্লোগানে শ্লোগানে ভেসে বেড়ায় 'জয় বাংলা',
আকাশে ওড়ে লাল সবুজের স্বাধীন পতাকা।