দিঘির জলে কাঁপছে ছায়া
নীল নীলিমায় হাজার তুলোর।
ভোরের আলোয় দেদার বিলোয়,
সোনালী রোদ আকাশ ছুঁলো।


যেই না ছোঁওয়া, এক নিমেষে
মনখারাপের বৃষ্টি ফুরোয়।
লুটোয় খুশি শিউলি তলায়,
কোঁচড় ভরে মুক্তো কুড়োয়।


কুড়িয়ে পাওয়া ষোলো আনা,
মুঠোয় মুঠোয় ছড়িয়ে দিলো।
কাশের বনে ঢেউয়ের মাতন
দিচ্ছে জানান শরৎ এলো।


শরৎ এলো ক্ষেত খামারে,
মাটির দাওয়ায়, দালান কোঠায়।
কারুর ভাঁড়ার উপচে পাওয়া,
কারুর ভাগে দু চার ফোঁটাই।


দু চার ফোঁটায় লক্ষ কিরণ,
ঝাড়বাতি ওই মাটির দাওয়ায়।
ফিরছে মেয়ে মায়ের কাছে,
ইমনে তান হাওয়ায় হাওয়ায়।
           (০৫/১০/২০২১)