বেশ তো তবে সেটাই হোক,
মেঘ ছুঁয়ে থাক আমার চোখ।
আমার শহর একলা ভেজার শ্রাবণ মাস।
তোর দু চোখে রোদ ঝিলিক,
হৃদয়ে রঙ ছুঁইয়ে দিক,
প্রজাপতির ডানায় ছোঁয়া রঙ বিলাস।


ফুলেল ফাগুন তোর বাগানে বান ডাকুক,
রামধনুটার সবগুলো রঙ তোর থাকুক।
স্বপ্ন পালক ছোঁয়াক তোকে লাল পলাশ।
আমার শহর একলা ভাসার শ্রাবণ মাস।।


শিশির ভেজা শিউলি ভোর,
ভরিয়ে দিক উঠোন তোর।
পাল তোলা মেঘ নীল আকাশটা তোরই হোক।
স্বপ্ন ভাঙার ভুল গুলো,
থাক পড়ে স্মৃতির ধুলোয়।
আমারই থাক রক্ত ঝরার শব্দশোক।


হোক না আমার থমকে থাকা গুমোট মেঘ,
রাখাল ছেলের সুর ছুঁয়ে তুই স্বপ্ন লেখ।
নতুন আলোয় রাঙ্গুক না হয় তোর আকাশ।
আমার শহর একলা ঝরার শ্রাবণ মাস।।
                        (১০/০৬/২০২১)