হঠাৎ এক রিক্ত কালে,
মুখোশটুখোশ খুলে ফেলে
একপাশে সরিয়ে রেখে,
দিব্যি তুমি মুচকি হেসে
বলেই দিলে,"এবার এসো"।


"এবার এসো, শেষ হয়েছে
মিথ্যে নাটক, যাত্রাপালা"।
দিব্যি হেসে বললে এসব,
অবাক আমি একলা বোকা।
তুমি না হয় বলেই খালাস,
আমি এবার কোথায় যাবো!


"আমি এখন খাবো দাবো।
ঘরকন্নার সুখসাগরে
ডুবকি দিয়ে গা ভেজাবো।"
মুচকি হেসে বললে এসব।
তুমি তো বেশ বলেই খালাস,
আমি এখন কোথায় যাবো!
                     ( ১৯৯৭)