তুমি যখন ধনুক তুলে ধরো,
অসংখ্য তির সাজিয়ে ফেলো যেই।
গলার ভেতর হাজারো মেঘ জড়ো,
শব্দগুলোও হারিয়ে ফেলে খেই।


জড়ায় যখন ঝরা পাতার মাস,
বিকেল শেষের অবসন্ন রোদ।
চড়ুইভাতির সেইসব উদ্ভাস,
বিস্মরণেই তুলছে প্রতিশোধ।


বিঁধছে তাকেই অবহেলার দায়,
অপূর্ণতায় বিদীর্ণ রাত যতো।
মরা আলোয় ভালোবাসাও তাই,
তোমার চোখে কৈফিয়তের মতো।
                (২৪/০৩/২০২২)