জং ধরেছে কলকব্জায়,
রঙ মেখে সঙ, বাজে খরচাই।
কি লাভ, তাতে বয়স ঢাকে নাকি!


পলাশ মিছে আকাশ রাঙে,
বান আসে না মরা গাঙে।
ফাগুন মিছেই আগুন জ্বেলে রাখিস।


এসব কিছুই জানতে তুমি,
খাল কেটে তাও আনলে কুমির।
ভুগতে এমন, মানতে বারণ যদি?


গা পুড়ে যায় ভীষণ তাপে,
ভিজলো কাজল, মন খারাপের -
মেঘকে নিয়ে রাত জেগে যায় নদী।
                 (০২/০৩/২০২১)