এই নে মেয়ে একটা গোটা
আকাশ দিলেম তোকে,
সাগর থেকে উতাল হাওয়া
প্রাণ ভরে নে ডানায়।
এই নে মেয়ে কাজল কাঠি,
স্বপ্ন আঁকিস চোখে।
শুন্যতা নয়, ওই চোখে তো
রামধনু রঙ মানায়।


দিগন্তময় ওই আকাশটা তোর,
ঝাপটে ডানা প্রাণ ভরে তুই ওড়।
শরীর জুড়ে রৌদ্র কিরণ মাখিস,
সূর্য ছুঁয়ে তুই যে আগুন পাখি।


এই নে মেয়ে দুই হাতে তোর
মশাল ধর তুলে।
খাপ সমাজের আস্তিনে চুপ
গুপ্ত ঘাতের সাপ।
সভ্যতার আদিখ্যেতার
বন্ধন রাখ খুলে,
আগুন দে ওই জঞ্জালে সব
আদ্দিকালের পাপ।


দুর্বিষহ, নয় এ মধুমাস,
তোর দু চোখে নাচুক সর্বনাশ।
অসুর নিধন ত্রিশূল নে তুই হাতে,
আরেক বোধন অবক্ষয়ের রাতে।
             (২২/০১/২০২১)