স্বপ্ন যদি মূল্য বিহীন বাস্তবে,
কাব্যি করে আর কি বলো কাজ তবে।


সাগর-নদী পুরুষ-নারী কল্পনায়,
শব্দ দিয়ে মিলনগাথার জাল বোনায়
এইবারে কি টানতে হবে রাশ তবে?


ঘোড়ার কি আর গজায় ডানা কখ্খনো,
হৃদপিণ্ডের রাগ অনুরাগ নেই কোনো।
সত্য কঠিন গদ্যই হোক আজ তবে।


জ্যোৎস্না-পরী কেউ আসে না ঠিক কথা,
কিন্তু সবুজ কল্প বিহীন রিক্ততায় -
মিটবে কী আর বেঁচে থাকার আশ তবে!
কাব্য বিহীন পৃথ্বী মরু বাস্তবে।
                       (২০/১০/২০২০)