বাহিরে আঁধার যদি
আলো নিভে গেলে,
নিয়েছি হাজার দীপ
অন্তরে জ্বেলে।
আলোয় যেটুকু দেখো
সে তো বাহ্যিক।
আঁধারে আমরা দেখি
তার চে' অধিক।
আলোয় তোমরা মাপো,
আমরা মাপি নি।
তোমরা দেখেছো শুধু,
আমরা তো চিনি।
আমরা স্পর্শে চিনি,
আভাসে সুভাষে।
মানস আলোকে চিনি,
মদির সুবাসে।
তোমরা আটকে আছো
আঁকা অবয়বে।
আমরা প্রকৃতি আঁকি
পূর্ণ অনুভবে।


অপূর্ণ আখ্যা দিয়ে
কৃপা কেন তবে?
  (৩১/০৮/২০২২)


( সহমর্মিতার সংবেদন )