(আমার কাপলেট লেখার প্রচেষ্টা, আঁতুড়ঘর।)
                         (১)


বৃষ্টি পায়ে শীতের সকাল, মেঘ জমেছে বিটকেলে।
ডিপ্রেশন বা নিম্নচাপ, দুটোই ভীষণ খিটকেলে।


                          (২)


পিঠ পেতে মিঠে রোদ্দুর, শীতের সে দুপুর উধাও।
ঝিলে কেন মেঘ জমে যায়, আয়নায় সেকথা শুধাও।


                           (৩)


যখন ফুরিয়ে আসে দিন, একফালি মিঠে রোদ্দুর;
হঠাৎ কুড়িয়ে পাওয়া সুখ, জড়িয়েছে পারে যদ্দুর।
                          ------