আজ আর কারো মন ভালো নেই জেনো,
পৃথিবী ধুঁকছে তীব্র জ্বরের ঘোরে।
বদলে গিয়েছে জীবনের স্বাদ যেন,
বাঁচার তাগিদে জীবন গিয়েছে মরে।
বিবর্ণ দিন যে ভুলের খেসারতে,
প্রতিজ্ঞা হোক সে ক্ষত মেরামতের।


হারিয়ে গিয়েছে চেনা সুর তাল লয়,
চেনা ছক জুড়ে নিষেধের কাটাকুটি।
হারিয়েছে চেনা আড্ডায় হইচই,
চেনা ক্লাসরুম, যতো চেনা খুনসুটি।
বিবর্ণ ফুল যে ভুলের খেসারতে,
হোক না শপথ সেই ক্ষত মেরামতের।


সব মুখ ঢাকা কাপড়ের আবরণে,
চোখের ভাষাও লুকিয়েছে মুখ কাঁচে।
ভেসে যায় মৃত পচা গলা স্বপ্নেরা,
কালের দুচোখে এ কোন প্রলয় নাচে।
নিথর জীবন যে ভুলের খেসারতে,
আওয়াজ উঠুক সেই ক্ষত মেরামতের।


আবদ্ধ ঘরে মন জুড়ে অবসাদ,
হাঁফ ধরে গেছে বিধি নিষেধের জালে।
হাতে হাত রেখে কথা আজ অপরাধ,
বদলাবে দিন নিজেদের বদলালে।
থমকে সময় যে ভুলের খেসারতে,
সবুজ মাতুক সেই ক্ষত মেরামতে।


বাতাসের থেকে ধুয়ে যাক যতো বিষ,
দ্বিধাহীন বাঁচা বুকভরা নিশ্বাসে।
পৃথিবী মাতাক জনজোয়ারের ঢেউ,
কাঁধে কাঁধ ছুঁয়ে লড়াইয়ের বিশ্বাসে।
জমাট আঁধার যে ভুলের খেসারতে,
লড়াইটা হোক সে ক্ষত মেরামতের।
                   (২৪/০৬/২০২১)