যার থাকে তার আজন্ম থাকে,
যার নেই তার নেই জেনো।
ঋজুতা মানেই শিরদাঁড়া ভেবে
হারিয়ে ফেলো না খেই যেন।


এমন অনেক ক্ষণজন্মাকে
কপালজোরে তো দেখেছে দেশ।
সূর্য উপড়ে নিয়ে এসে যারা
করবে বলতো রাত্রি শেষ।


ভাষণে হামেশা আগুন ছেটান,
বজ্র হানেন নির্ঘোষে।
তাঁদেরও দেখেছি কেঁচো হয়ে যেতে
সামনে পড়লে রাজরোষের।


শিরদাঁড়াহীন কেঁচোরা দিব্যি
পরিস্থিতির চাপ এঁকে,
মানিয়ে চলার তত্ত্ব ফাঁদেন
রাজপ্রসাদের সোয়াদ চেখে।


ফেক দ্রোহীদের ভেক ঋজুতায়,
সার কথা তাই এই মেনো।
যার থাকে তার আজন্ম থাকে,
যার নেই তার নেই জেনো।
          (২৯/০৫/২০২১)