কান পেতেছে আড়ি,
ভাঙলো হাটে হাঁড়ি।
হাঁড়িতে বিস্ফোট,
জোট পাকালো ঘোঁট।
ঘেঁটে ঘুঁটে ঘোল,
কার কোলে কার ঝোল।
ঝোলেতে দারচিনি,
খবর যে মার্কিনি।
মিথ্যে কি আর ছাপায়,
চেঁচিয়ে পাড়া কাঁপায়।
পক্ষীরাজের ডানা,
হাঁড়ির ভেতর হানা!
কার কথা কে শোনে,
কে যে প্রমাদ গোণে!
গুণতে গুণতে কাঁপে,
কার ছাতি কে মাপে।
পাঁচের পিঠে ছয়,
ছাপ্পান্নোকেই ভয়।
ভয় কেড়ে নেয় নিঁদ,
কার ঘরে যে সিঁদ।
চোরেতে বাটপারি!
এমন করলে আড়ি।
    (৩০/০১/২০২২)