বাঁক পেরোলেই আমার বাড়ি,
পেরিয়ে সাঁকো ঘর।
ঘরের ভেতর পুড়ছে নদী,
নদীর বুকে চর।


চরের বুকে ছুটছে শেকড়,
খুঁজছে খনিজ তবু।
ধুসর গাছে চোখ মেলেছে
দুয়েক পাতা সবুজ।


সবুজ পাতায় হিম জমে যায়।
পৌষালী রোদ্দুরে,
নতুন কিছু আখর লিখো
চরাভূমি খুঁড়ে।


আখর সেঁচে খানিক আগুন,
খানিকটা উত্তাপ।
জ্যোৎস্না মেখে বানভাসি হোক
যা কিছু সন্তাপ।


যতেক মায়া, যতেক ছায়া
পুড়ুক; ভীষণ জ্বর।
বাঁক পেরোলেই দেখবে সাঁকো,
পেরিয়ে এলেই ঘর।
              (২২/১২/২০২১)