ঘুমের আকাশে মেঘের পাহাড় জমে,
স্বপ্নে অঝোর ধারাপাতে বানভাসি।
নিথর রাতেরা উপেক্ষা বিষে নীল,
সে বিষ নামাবে বেহুলার মান্দাসই।


আগুন তো বোঝে, ভালবাসা যার নাম,
নিশ্চুপে রাত কিভাবে একাই পোড়ে।
ছাই মাখা রাত কবিতায় জেনো জাগে,
আগুন তো জানে আবার ফিনিক্স ওড়ে।


ফিরে আসা আছে বেহুলার মান্দাসে,
আগুনের ছাইয়ে আগুনের পাখি বাঁচে।
ঝুরঝুরে মাটি ঘুণ ধরা বিশ্বাসের
রাত শেষ হলে, ওম নিও নয়া আঁচে।
                     (২২/০৬/২০২১)