ভালবাসা এখন যদি হঠাৎ এসে দাঁড়াও,
এই যে ঘরময় এক রাত্রি কালো,
তুড়ি মেরে এক নিমেষে ভ্যানিশ করে দেবো।
মাঠ ভর্তি সবুজ হবে রুখা সুখা মন।


ভালবাসা এখন যদি হঠাৎ হেসে ওঠো,
এক আকাশ জ্যোৎস্না মদে আকণ্ঠ ডুবে
লক্ষ ঘোড়ার দে দৌড়; মাতাল হয়ে যাবো।
এক আঁচল তারা, দেখো মুক্তো হয়ে যাবে।


ভালবাসা হঠাৎ যদি হাত বাড়িয়ে দাও,
একটা গোটা আকাশ আর এক সকাল আলো
তোমায় এনে দেবো ঠিক, ভালবাসা, দেখো।
একটা গোটা নদী ভালবাসা হবে।


ভালবাসা একদিন যদি সত্যি আমার হও,
এক সমুদ্র উচ্ছ্বাসে উত্তাল হবো।
                           (২৬/১১/২০২০)