খবরটা ছিল সামুদ্রি উচ্ছ্বাসের,
চতুর্দিকেই রব ছিল সাজো সাজো।
পূর্বাভাসে কান দেওয়া অভ্যাসেই,
অনেক কিছুই বাঁচিয়ে নিয়েছি আজো।


ভাঙন তো তবু ধাক্কা মারছে ভিতে,
মানবতা আর আস্থায় আড়াআড়ি
ফাটল ধরেছে। বখরাটা বুঝে নিতে,
তৈরী রয়েছে বিভেদের কারবারি।


সেই তো দাঁড়ালে অস্ত্র শানানো হাতে,
কার যেন ছিল কৈফিয়তের দায়!
আমরা কি তবে অবিশ্বাসের রাতে,
জোড়াতালি দিয়ে কতদূর যাওয়া যায়?
                      (১৪/০৬/২০২১)