ফিনফিনে এক হালকা ঘুড়ি ঝড়ের মুখে,
সূর্য ছোঁওয়ার অসীম সাহস পুষতো বুকে।


ফুঁসতে থাকা উথাল ঢেউয়ে জীবন বাজি,
হালভাঙা এক ছোট্ট নাওয়েই ভাসতে রাজি।


ভাসতে ভাসতে হারিয়ে যাওয়ার রোদ মিছিলে,
কোথায় তুমি বন্ধু যারা সেদিন ছিলে।


সেদিন এদিন গোলকধাঁধার আঁক বোঝেনি,
ভোকাট্টা লাশ লটকে গাছে, কেউ খোঁজেনি।
                              (৩০/১০/২০২২)