আমার একটা সকাল ছিল।
সেই সকালে,
তেপান্তরের মাঠ ছিল,
ডুবকি সাঁতার ঘাট ছিল,
আসনপাটি স্কুল ছিল,
মোরগঝুঁটি ফুল ছিল,
রঙবেরঙের ঘুড়ি ছিল,
চরকা কাটা বুড়ি ছিল,
চাঁদমামা টিপ কপাল ছিল,
আমারও একটা সকাল ছিল।


আমার একটা দুপুর ছিল।
সেই দুপুরে,
হালফিলের ফ্যাশন ছিল,
দেশসেবার প্যাশন ছিল,
ক্যান্টিনের মস্তি ছিল,
জান কবুল দোস্তি ছিল,
ঝিলিক চোখের কোণায় ছিল,
মিথ্যে স্বপ্ন বোনায় ছিল,
বুক কাঁপানো নুপুর ছিল,
আমারও একটা দুপুর ছিল।


আমার একটা বিকেল ছিল।
সেই বিকেলে,
ঘরকন্নার আগল ছিল,
অফিসে কাজ পাগল ছিল,
পেরেন্ট টীচার মীট ছিল,
নতুন বাড়ির ভিত ছিল,
মান অভিমান ভ্রান্তি ছিল,
রোজনামচার ক্লান্তি ছিল,
কান্না হাসির মিশেল ছিল,
আমারও একটা বিকেল ছিল।


পেরিয়ে বিকেল সন্ধ্যে এখন,
এখন শুধুই,
চাওয়া পাওয়ার হিসেব মেলাই,
অঙ্ক কষার মিথ্যে খেলায়।
সকাল দুপুর বিকেলগুলো
দেখছি ফিরে, মাখছি ধুলো।
স্মৃতির ধুলোয় পথের বাঁকে
গল্প যে সব লুকিয়ে থাকে।
মিথ্যে মায়ার টান যে ভীষণ,
একলা থাকার সন্ধ্যে এখন।
           (৩১/১২/২০২০)