(ভারতরত্ন শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর স্মরণে)


পুজোর ফুল তো বইয়ের প্রতি ভাঁজে,
মূর্তিটুকুই কেবল বিসর্জন।


সুরের যে ঢেউ মনোবীণায় বাজে,
ছোঁয় কি তাকে মৃত্যু, বিস্মরণ!


ব্যাকুল চোখ তো তাঁকেই তবু খোঁজে,
শোকের ঢেউয়ে কান্না ভেজায় মন।


সুরের ধারায় শুন্যতা কি মোছে,
বক্ষ জুড়ে অকাল বরিষণ।
             (০৬/০২/২০২২)